পরিচ্ছেদ ০৩.
একাধিক অংশীদার হওয়ার বিধান
বুলুগুল মারাম : ৮৮২
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৮২
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ: اشْتَرَكْتُ أَنَا وَعَمَّارٌ وَسَعْدٌ فِيمَا نُصِيبُ يَوْمَ بَدْرٍ ... الْحَدِيثَ. رَوَاهُ النَّسَائِيُّ وَغَيْرُهُ
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, বদর যুদ্ধের দিন সাদ (রাঃ), (আম্মার রাঃ) ও আমি গনীমতের মালের ব্যাপারে অংশীদার হই (এই মর্মে যে, আমরা যা পাবো তা তিনজনে ভাগ করে নিবে) । হাদীসের শেষে আছে- সা'দ দু’জন বন্দী আনলেন, আমি ও আম্মার কিছুই আনতে পারলাম না।” [৯৪৮]
[৯৪৮] আবু দাউদ ৩৩৮৮, নাসায়ী ৪৬৯৭, ইবনু মাজহ ২২৮৮ । ইমাম শওকানী নাইলুল আওত্বার ৫/৩৯২ গ্রন্থে ও শাইখ আলবানী আত তালীকাতুর রযীয়্যাহ ২/৪৬৯ গ্রন্থে এটিকে মুনকাতি বলেছেন । আলবানী যঈফ ইবনু মাজাহ ৪৫৩ যঈফ নাসায়ী ৩৯৪৭, ৪৭১১, ইরওয়াউল গালীল ১৪৭৪ গ্রন্থে একে দুর্বল আখ্যায়িত করেছেন ।