পরিচ্ছেদ ০১.
শরীকানা ব্যবসার ক্ষেত্রে উপদেশ সহকারে উৎসাহ প্রদান এবং এতে খিয়ানত না করা
বুলুগুল মারাম : ৮৮০
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৮০
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «قَالَ اللَّهُ: أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَإِذَا خَانَ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا» رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মহান আল্লাহ বলেছেন- যতক্ষণ দু'জন শরীকদার ব্যবসায়ে একে অপরের সাথে খিয়ানত (বিশ্বাসঘাতকতা) না করে ততক্ষণ আমি তাদের তৃতীয় শরীক হিসাবে (তাদের সহযোগিতা করতে) থাকি । অতঃপর যখন খিয়ানত করে, তখন আমি তাদের মধ্য থেকে বেরিয়ে যাই (তারা আমাদের সহযোগিতা থেকে বঞ্চিত হয়) ।-হাকিম একে সহীহ বলেছেন ।
[৯৪৬] আবু দাউদ ৩৩৮৩ । শাইখ আলবানী ইরওয়াউল গালীল (১৪৬৮), যঈফ তারগীব (১১১৪), গায়াতুল মারাম ৩৫৭, যঈফুল জামে' ১৭৪৮, যঈফ আবু দাউদ (৩৩৮৩) গ্রন্থে একে দুর্বল বলেছেন । আর নাকদুন নুসুস ৩০ গ্রছে বলেন এর সনদে দুর্বলতা ও দুটি ক্রটি রয়েছে । ইমাম দারাকুতনী আত-তালখীসুল হাবীর ৩/১০১৭গ্ৰছে বলেন, : ...... মুরসাল হওয়ার দোষে দুষ্ট।