পরিচ্ছেদ ০৩.
মুসলিম ভাইয়ের অসন্তষ্ট-মনে তার সামন্যতম সম্পদ নেওয়া নিষেধ
বুলুগুল মারাম : ৮৭৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৭৫
وَعَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَا يَحِلُّ لِامْرِئٍ أَنْ يَأْخُذَ عَصَا أَخِيهِ بِغَيْرِ (1) طِيبِ نَفْسٍ مِنْهُ» رَوَاهُ ابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ فِي صَحِيحَيْهِمَا
আবু হুমাইদ সাঈদী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোন লোক তার ভাই-এর অন্তরকে ব্যথিত করে তার লাঠি (সামান্য বস্তু) গ্রহণও বৈধ হবে না । -ইবনু হিব্বান ও হাকিম তাঁদের সহীহা এর মধ্যে। [৯৪০]
[৯৪০] ইবনু হিব্বান ১১৬৬, সহীহ আত্তারগীব লি আলবানী ১৮৭১, গায়াতুল মারাম ৪৫৬