পরিচ্ছেদ ০৩.
ইহরাম বাঁধার সময় গোসল করা শরীয়তসম্মত
বুলুগুল মারাম : ৭৩০
বুলুগুল মারামহাদিস নম্বর ৭৩০
وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - تَجَرَّدَ لِإِهْلَالِهِ وَاغْتَسَلَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَحَسَّنَهُ
যায়দ বিন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরামের কাপড় খুলে গোসল করেছেন। তিরমিয়ী এটিকে হাসান বলেছেন। [৭৭৭]
[৭৭৭] তিরমিয়ী ৮৩০, দারেমী ১৭৯৪