পরিচ্ছেদ ০২.
“যাতুইরক” মীকাত প্রসঙ্গে
বুলুগুল মারাম : ৭২৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৭২৪
وَأَصْلُهُ عِنْدَ مُسْلِمٍ مِنْ حَدِيثِ جَابِرٍ، إِلَّا أَنَّ رَاوِيَهُ شَكَّ فِي رَفْعِهِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
এ হাদীসের মূল বর্ণিত আছে কিন্তু এর রাবীর হাদীসটি মারফু হবার ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন। [৭৭১]
[৭৭১] মুসলিম ১১৮৩, ২৯১৫।