পরিচ্ছেদ ১৫.
ভুলে পানাহারকারীর সাওমের বিধান
বুলুগুল মারাম : ৬৭০
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৭০
وَلِلْحَاكِمِ: «مَنْ أَفْطَرَ فِي رَمَضَانَ نَاسِيًا فَلَا قَضَاءَ عَلَيْهِ وَلَا كَفَّارَةَ» وَهُوَ صَحِيحٌ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
হাকিমে আছে, যে ব্যক্তি ভুলক্রমে ইফতার করে ফেলল তার জন্য কোন কাযা বা কাফফারা নেই। হাদীসটি সহীহ। [৭১৬]
৭১৬] হাসান। হাকিম ১/৪৩০, ইবনু খুযাইমাহ ১৯৯০