পরিচ্ছেদ ০৩.
রোযা রাখা এবং ভঙ্গ করা চাঁদ দেখার সাথে সম্পর্কিত
বুলুগুল মারাম : ৬৫৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৫৩
وَلَهُ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - «فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ»
বুখারীতে আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
এর হাদীসে আছে- "মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ করবে। [৬৯৯]
৬৯৯] বুখারী ১৯০৯, মুসলিম ১০৮১, তিরমিয়ী ৬৮৪, নাসায়ী ২১১৭, ২১১৮, ২১১৯, ইবনু মাজাহ ১৬৫৫, আহমাদ ৭৪৬৪, ৭৫২৭, দারেমী ১৬৮৫