পরিচ্ছেদ ০৪.
বনু হাশিম ও বনু মুত্তালিবের জন্য যাকাত গ্রহণের বিধান
বুলুগুল মারাম : ৬৪৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৪৬
وَعَنْ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -:«إِنَّ الصَّدَقَةَ لَا تَنْبَغِي لِآلِ مُحَمَّدٍ، إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ »وَفِي رِوَايَةٍ: «وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلَا لآلِ مُحَمَّدٍ» رَوَاهُ مُسْلِمٌ
আবদুল মুত্তালিব বিন রাবী'আহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-নিশ্চয়ই সদাকাহ (যাকাত উত্তর)ও তার বংশধরের জন্য বাঞ্ছিত নয়। সদকা হচ্ছে জনগণের (দেহ থেকে বের হওয়া) ময়লা মাত্র। অপর বর্ণনায় আছে, মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশধরের জন্য বৈধ নয়। [৬৯২]
[৬৯২] মুসলিম ১০৭২, নাসায়ী ২৬০৯, আবু দাউদ ২৯৮৫, আহমাদ ১৭০৬৪।