পরিচ্ছেদ ০১.
সাদাকাতুল ফিতরের পরিমান ও বিধান
বুলুগুল মারাম : ৬২৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৬২৮
وَلِابْنِ عَدِيٍّ وَالدَّارَقُطْنِيِّ بِإِسْنَادٍ ضَعِيفٍ: «اغْنُوهُمْ عَنِ الطَّوَافِ فِي هَذَا الْيَوْمِ
ইবনু ‘আদী ও দারাকুৎনী হতে বর্ণিতঃ
দুর্বল সানাদে বর্ণনা করেছেন : তাদের নিকট সাদাকাতুল ফিতর পৌঁছে দিয়ে তাদের এ দিনে রুযীর খোজে বের হওয়ার প্রয়োজন মিটিয়ে দাও। [৬৭৩]
[৬৭৩] ইমাম সানআনী সুবুলুস সালাম (২/২১৮) গ্রন্থে বলেন, এর সনদে মুহাম্মাদ বিন উমার আল ওয়াকিদী রয়েছে। সে দুর্বল। ইমাম নববী আল মাজমূ (৬/১২৬) গ্রন্থে এর সনদকে দুর্বল বলেছেন, আলবানী ইরওয়াউল গালীল (৮৪৪) গ্রন্থে দুর্বল বলেছেন, উসাইমিন শারহুল মুমতে (৬/১৭১) গ্রন্থেও একে দুর্বল বলেছেন।