পরিচ্ছেদ ১৬.
অলংকারে যাকাতের বিধান
বুলুগুল মারাম : ৬২১
বুলুগুল মারামহাদিস নম্বর ৬২১
وَصَحَّحَهُ الْحَاكِمُ مِنْ حَدِيثِ عَائِشَةَ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
এবং আয়িশা কর্তৃক বর্ণিত (অনুরূপ) হাদীসটিকে হাকিম সহীহ বলেছেন। [৬৬৬]
[৬৬৬] আবূ দাউদ ১৫৬৫, হাকিম ১/৩৮৯-৩৯০