পরিচ্ছেদ ১১.
ওয়াজিব হওয়ার পূর্বে যাকাত আদায় করার বিধান
বুলুগুল মারাম : ৬১২
বুলুগুল মারামহাদিস নম্বর ৬১২
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - أَنَّ الْعَبَّاسَ - رضي الله عنه - سَأَلَ النَّبِيَّ - صلى الله عليه وسلم - فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ، فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالْحَاكِمُ
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
‘আব্বাস (রাঃ) তাঁর মালের বর্ষপূর্তির পূর্বে যাকাত প্রদানের ব্যাপারে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করেন। তিনি তাকে এ ব্যাপারে অনুমতি দেন। [৬৫৬]
[৬৫৬] তিরমিযী ৬৭৮, মুসলিম ৬৭৯, আবূ দাঊদ ১৬২৪, ইবনু মাজাহ ১৭৯৫, আহমাদ ৮২৪, দারেমী ১৬২৬