পরিচ্ছেদ ০৭.
যাকাত ওয়াজিব হওয়ার জন্য একবছর অতিক্রম হওয়া শর্ত
বুলুগুল মারাম : ৬০৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৬০৭
وَلِلتِّرْمِذِيِّ; عَنِ ابْنِ عُمَرَ: «مَنِ اسْتَفَادَ مَالًا، فَلَا زَكَاةَ عَلَيْهِ حَتَّى يَحُولَ الْحَوْلُ» وَالرَّاجِحُ وَقْفُهُ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিরমিযীতে আছে-কারো কোন সম্পদ সঞ্চিত হলে তার গচ্ছিত অবস্থার উপর একটি বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তার জন্য যাকাত ফরজ হয় না। এর সানাদের মাওকুফ হওয়াটাই অগ্রগণ্য। [৬৫১]
[৬৫১] তিরমিযী ৬৩১, ৬৩২, মুওয়াত্তা মালেক ৬৫৭।