পরিচ্ছেদ ০৪.
যাকাত গ্রহণের জন্য দূত পাঠানো শরীয়তসম্মত
বুলুগুল মারাম : ৬০৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৬০৩
وَلِأَبِي دَاوُدَ: «وَلَا تُؤْخَذُ صَدَقَاتُهُمْ إِلَّا فِي دُورِهِمْ»
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আর আবূ দাউদে আছে “মুসলমানদের যাকাত তাদের ঘর থেকেই গ্রহণ করা হবে। [৬৪৬]
[৬৪৬] আবূ দাঊদ ১৫৯১, আহমাদ ৬৬৯১, ৬৯৭৩, ৫৯৮৫।