পরিচ্ছেদ ৪৭.
মৃত ব্যক্তির জন্য বিলাপ করে ক্রন্দন করা হারাম
বুলুগুল মারাম : ৫৯১
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৯১
وَلَهُمَا: نَحْوُهُ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ
মুগীরাহ বিন শু’বাহ (রাঃ) হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস উক্ত কিতাবদ্বয়ে (বুখারী, মুসলিমে) রয়েছে। [৬২৭]
[৬২৭] বুখারী ১২৮৮, ১২৯১, ১২৯২, মুসলিম ৯৩৩, তিরমিযী ১০০০, আহমাদ ১৭৬৭৪, ১৭৭১৯, ১৭৮২৭, বুখারী এবং মুসলিমের বর্ণনায় রয়েছে, যে (মৃত) ব্যক্তির জন্য বিলাপ করা হয়, তাকে বিলাপকৃত বিষয়ের উপর ‘আযাব দেয়া হবে। মুসলিম শেষে (আরবি) শব্দটি বৃদ্ধি করেছেন।