পরিচ্ছেদ ৩৭.
মৃত ব্যক্তিকে ক্ববরে প্রবেশ করানোর পদ্ধতি
বুলুগুল মারাম : ৫৭৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৭৪
وَعَنْ أَبِي إِسْحَاقَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ - رضي الله عنه - أَدْخَلَ الْمَيِّتَ مِنْ قِبَلِ رِجْلَيِ الْقَبْرَ، وَقَالَ: هَذَا مِنَ السُّنَّةِ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ
আবূ ইসহাক (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ্ বিন যায়দ (রাঃ) মুর্দাকে পায়ের দিক দিয়ে কবরে প্রবেশ করিয়েছেন এবং তিনি বলেছেন, এটাই সুন্নাত (সঠিক পদ্ধতি)। [৬১১]
[৬১১] আবূ দাঊদ ৩২১১।