পরিচ্ছেদ ৩১.
মৃত ব্যক্তির জন্য আন্তরিকতার সাথে দু‘আ করার নির্দেশ
বুলুগুল মারাম : ৫৬৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৬৮
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ» رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন তোমরা কোন মৃতের জন্য সলাত আদায় করবে-তখন তার জন্য আন্তুরিকভাবে দু‘আ কর। আবূ দাঊদ। ইবনু হিব্বান একে সহীহ্ বলেছেন। [৬০৫]
[৬০৫] আবূ দাঊদ ৩১৯৯, ইবনু মাজাহ ১৪৯৭।