পরিচ্ছেদ ২৮.
জানাযার সলাতে তাকবীরের সংখ্যা
বুলুগুল মারাম : ৫৬৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৬৩
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه -: أَنَّهُ كَبَّرَ عَلَى سَهْلِ بْنِ حُنَيْفٍ سِتًّا، وَقَالَ: إِنَّهُ بَدْرِيٌّ. رَوَاهُ سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَأَصْلُهُ فِي «الْبُخَارِيِّ
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আলী (রাঃ) সাহল ইবনু হুনায়ফের (জানাযার সলাতে) ছয় তাকবীর উচ্চারণ করলেন এবং বললেন, তিনি (সাহল ইব্নু হুনায়ফ) ছিলেন একজন বাদ্রী সাহাবী। সা‘ঈদ বিন মানসুর এটি বর্ণনা করেছেন আর এর মূল বক্তব্য বুখারীতে রয়েছে। [৬০০]
[৬০০] বুখারী ৪০০৪। বুখারীর বর্ণনায় রয়েছে, ইব্নু মা‘কিল (রাঃ) হতে বর্ণিত যে (তিনি বলেছেন), ‘আলী (রাঃ) সাহল ইব্নু হুনায়ফের (জানাযার সলাতে) তাকবীর উচ্চারণ করলেন এবং বললেন, তিনি (সাহ ইব্নু হুনায়ফ) বাদ্র যুদ্ধে যোগদান করেছিলেন।