পরিচ্ছেদ ১৯.
স্বামী স্ত্রীকে গোসল করানো বৈধ
বুলুগুল মারাম : ৫৫৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৫৩
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ فَاطِمَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَوْصَتْ أَنْ يُغَسِّلَهَا عَلِيٌّ - رضي الله عنه -. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ
আসমা বিনতু ‘উমাইশ (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা (রাঃ) ‘আলী (রাঃ)-কে তার গোসল দেয়ার জন্য ওয়াসিয়াত করেছিলেন। [৫৯০]
[৫৯০] হাসান। দারাকুতনী ২/৭৯/১২।