পরিচ্ছেদঃ
(পুরুষের যতটুকু রেশমি কাপড় বৈধ)
বুলুগুল মারাম : ৫২৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৫২৬
وَعَنْ عُمَرَ - رضي الله عنه - قَالَ: نَهَى النَّبِيُّ - صلى الله عليه وسلم - عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ إِصْبَعَيْنِ، أَوْ ثَلَاثٍ، أَوْ أَرْبَعٍ. مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ
উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) রেশমের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন । তবে দুই বা তিন বা চার আঙ্গুল পরিমান কাপড় হলে তা ব্যবহার করতে পারে । শব্দ বিন্যাস মুসলিমের । [৫৬৩]
[৫৬৩] বুখারী ৫৮২৮ , ৫৮২৯ , মুসলিম ২০৬৯