পরিচ্ছেদঃ
পুরুষের জন্য রেশমী কাপড় পরিধান হারাম
বুলুগুল মারাম : ৫২৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৫২৪
عَنْ أَبِي عَامِرٍ الْأَشْعَرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْخَزَّ وَالْحَرِيرَ» رَوَاهُ أَبُو دَاوُدَ، وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ
আবু ‘আমির আশ’আরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন , রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন , আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতোগুলা দলের সৃষ্টি হবে, যারা ব্যাভিচার [৫৬০] ও রেশমি কাপড় হালাল মনে করবে,--এর মুল বক্তব্য বুখারীতে রয়েছে । [৫৬১]
[৫৬০] (আরবী) শব্দের অর্থ হচ্ছে (আরবী) তথা যৌনাঙ্গ । এর ভাবার্থ হচ্ছেঃ তারা যিনাকে হালাল করে নিবে।[৫৬১] আবূ দাউদ ৪০৩৯ , বুখারী ৫৫৯০।