পরিচ্ছেদঃ
চন্দ্র ও সূর্যগ্রহণের সলাতের পদ্ধতি
বুলুগুল মারাম : ৫০৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৫০৮
وَلَهُ عَنْ جَابِرٍ - رضي الله عنه - صَلَّى سِتَّ رَكَعَاتٍ بِأَرْبَعِ سَجَدَاتٍ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ৬টি রুকূ’ ও চারটি সাজদাহতে (দু’রাকআত) সলাত আদায় করেছিলেন।