পরিচ্ছেদঃ
চন্দ্র ও সূর্যগ্রহণের সলাতের পদ্ধতি
বুলুগুল মারাম : ৫০৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৫০৬
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: صَلَّى حِينَ كَسَفَتِ الشَّمْسُ ثَمَانِيَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
মুসলিমের একটি বর্ণনায় আছে-সূর্যগ্রহন লাগলে তিনি আট রুকু’ ও চার সাজদাহতে (দু-রাক্আত) সলাত আদায় করলেন। [৫৪৬]
[৫৪৬] মুসলিম ৯০৮ সহীহ। ইমাম বাইহাকী তার সুনানুল কুবরা (৩/৩২৭) গ্রন্থে বলেন, ইমাম বুখারী এ সংক্রান্ত ব্যাপারে চার রুকু ও চার সাজদা ব্যাতীত অন্য কোন রেওয়ায়াত বর্ণনা করেন নি। ইমাম বাযযার আল বাহরুখ যিখার (১১/১৩৮) গ্রন্থে এর সনদকে সহীহ বলেছেন।