পরিচ্ছেদঃ
ঈদের সলাতের জন্য বের হলে রাস্তা পরিবর্তন শরিয়ত সম্মত
বুলুগুল মারাম : ৪৯৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৯৮
وَلِأَبِي دَاوُدَ: عَنِ ابْنِ عُمَرَ، نَحْوُهُ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আবূ দাঊদ ইবনু ‘উমার (রাঃ) হতেও অনুরূপ হাদীস বর্ননা করেছেন। [৫৩৫]
[৫৩৫] আবু দাঊদ ১১৫৬, ইবনু মাজাহ ১১৯৯ । আবূ দাঊদের বর্ননায় রয়েছে, ইবনু উমার (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেনঃ (আরবী) রাসূলুল্লাহ (সাঃ) ঈদের দিন এক রাস্তা দিয়ে যেতেন আর অন্য রাস্তা দিয়ে ফিরতেন।