পরিচ্ছেদঃ
প্রত্যেক দলের জন্য এক রাক’আত করে ভয়ের সালাত সীমাবদ্ধ করা বৈধ
বুলুগুল মারাম : ৪৮২
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৮২
وَمِثْلُهُ عِنْدَ ابْنِ خُزَيْمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
ইবনু খুযাইমাহ হতে ইবনু ‘আব্বাস হতে অনুরূপ একটি হাদীস বর্ণিত আছে। [৫১৮]
[৫১৮] সহীহ ইবনু খুযাইমাহ ১৩৪৪