পরিচ্ছেদঃ
প্রত্যেক দলের সাথে ইমামের দু’ রাক’আত সলাত প্রত্যেকের দলের জন্য স্বতন্ত্র সলাত হিসেবে গণ্য হবে
বুলুগুল মারাম : ৪৮০
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৮০
وَمِثْلُهُ لِأَبِي دَاوُدَ، عَنْ أَبِي بَكْرَةَ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আবূ বাকরাহ (রাঃ) হতে দাউদে অনুরূপ আরও একটা হাদিস রয়েছে।