পরিচ্ছেদঃ
যখন শত্রুরা কিবলামুখী থাকবে তখন সালাতুল খাওফ বা ভয়-ভীতি অবস্থার সালাত পাঠের পদ্ধতি
বুলুগুল মারাম : ৪৭৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৭৮
وَلِأَبِي دَاوُدَ: عَنْ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ مِثْلُهُ، وَزَادَ: أَنَّهَا كَانَتْ بِعُسْفَانَ
আবূ আয়্য়াশ যুরাকী (রাঃ) হতে বর্ণিতঃ
হাদিসটি বর্ণিত হয়েছে তাতে আছেঃ এ ঘটনাটি ‘উসফান’ নামক স্থানে সংঘঠিত হয়েছিল’। [৫১৫]
[৫১৫] আবূ দাউদ ১২৩৬, নাসায়ী ১৫৪৯, ১৫৫০