পরিচ্ছেদঃ
জুমু’‘আর সলাত যাদের উপর আবশ্যক নয় তাদের বর্ণনা
বুলুগুল মারাম : ৪৭১
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৭১
وَعَنِ ابْنِ عُمَرَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَيْسَ عَلَى مُسَافِرٍ جُمُعَةٌ» رَوَاهُ الطَّبَرَانِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসাফিরের জন্য জুমু‘আহ ওয়াজিব নয়। -ত্ববারানী দুর্বল সানাদে। [৫০৯]
[৫০৯] তাবারানী আল আওসাত্ব হাঃ ৮২২।