পরিচ্ছেদঃ
জুমু’আর সলাতে কোন সূরা পড়তে হয়
বুলুগুল মারাম : ৪৫৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৫৮
وَلَهُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: كَانَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ: بِـ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى}، و {هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
নু’মান বিন্ বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
দু ‘ঈদের সলাতে ও জুমুআহর সলাতে ‘সাব্বি হিস্মা রাব্বিাকাল আ’লা’ ও ‘হাল আতাকা হাদিসুল গ্বাশিয়্যাহ’ সূরা দু’টি তিলাওয়াত করতেন। [৪৯৬]
[৪৯৬] মুসলিম ৮৭৮, তিরমিযী ৫৩৩, নাসায়ী ১৪২৩, ১৪২৪, আবূ দাঊদ ১১২২, ১১২৩, ইবনু মাজাহ ১১১৯, ইবনু মাজাহ ১৭৯১৪, ১৭৯১৬, ১৭৯৪২, মুওয়াত্তা মালেক ২৪৭, দারেমী ১৫৬৬, ১৫৬৭, ১৫৬৮।