পরিচ্ছেদ ৩৯.
সকল বিষয় বিশেষ করে অযু ডান দিক থেকে শুরু করার বিধান
বুলুগুল মারাম : ৪৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৪
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ. مُتَّفَقٌ عَلَيْهِ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জুতা পরিধান করা, চুল আচঁড়ানো, উযু সহ সকল ভাল কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।’ [৫৭]
[৫৭] বুখারি (৬৮)। মুসলিম (৬৭, ২৬৮) মাসরুকের সুত্রে আয়িশাহ (রাঃ) হতে।