পরিচ্ছেদঃ
কাতারের পিছনে একাকী সলাত আদায়াকারীর বিধান
বুলুগুল মারাম : ৪২০
বুলুগুল মারামহাদিস নম্বর ৪২০
وَزَادَ الطَّبَرَانِيُّ مِنْ حَدِيثِ وَابِصَةَ: «أَلَا دَخَلْتَ مَعَهُمْ أَوِ اجْتَرَرْتَ رَجُلًا?»
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
তুবারানীতে উক্ত ওয়াবিসাহ কর্তৃক বর্ণিত হাদীসে আরও আছে, কোন সারিতে ঢুকে যাওনি কেন বা একজন সলাত আদায়কারীকে (পূর্বের সারি হতে) পেছনে টেনে নেওনি কেন? [৪৬১]
[৪৬১] আবু দাউদ ৬৮২, তিরমিযী ২৩০, ২৩১, ইবনু মাজাহ ১০০৪, আহমাদ ১৭৫৩৯, দারেমী ১২৮৫। হাদিসটি সহিহ তবে ত্ববারানির অতিরিক্ত অংশ জঈফ, তাওযিহুল আহকাম ২/৫০৬-৫০৭