পরিচ্ছেদঃ
ইমামের নিকটবর্তী হওয়া মুস্তাআব (পছন্দনীয়)
বুলুগুল মারাম : ৪০৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৪০৬
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا. فَقَالَ: «تَقَدَّمُوا فَائْتَمُّوا بِي، وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ» رَوَاهُ مُسْلِمٌ
আবূ সা'ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীদেরকে তাঁর নিকট থেকে দূরে দাঁড়াতে দেখে বললেন, তোমরা আমার নিকট অগ্রসর হও এবং তোমরা আমার অনুসরণ কর আর তোমাদের পেছনে যারা থাকবে তারা তোমাদের অনুসরণ করবে। [৪৪৭]
[৪৪৭] মুসলিম ৪৩৮, নাসায়ী ৭৯৫, আবূ দাঊদ ৬৮০, ইবনু মাজাহ ৬৭৮, আহমাদ , ১০৮৯৯ পূর্ণাঙ্গ হাদীসটি হচ্ছে, যারা (সলাতের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ) পিছনে পড়ে থাকবে আল্লাহ তাদেরকে পিছনেই করে দেবেন ।