পরিচ্ছেদঃ
দ্বিপ্রহরে চাশতের সালাত মুস্তাহাব
বুলুগুল মারাম : ৩৯৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৯৩
وَلَهُ عَنْهَا: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي سُبْحَةَ الضُّحَى قَطُّ، وَإِنِّي لَأُسَبِّحُهَا
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে চাশতের সালাত আদায় করতে দেখিনি। অবশ্য আমি তা পড়ে থাকি। [৪৩৪]
[৪৩৪] মুসলিম ৭১৮, বুখারী ১১২৮, আবূ দাঊদ ১২৯৩, আহমাদ ২৩৫০৫, মালিক ৩৬০, দারিমী ১৪৫৫