পরিচ্ছেদঃ
এক রাত্রে বিতর সলাতকে বারংবার পড়া যাবেনা
বুলুগুল মারাম : ৩৮৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৮৩
وَعَنْ طَلْقِ بْنِ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ» رَوَاهُ أَحْمَدُ وَالثَّلَاثَةُ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
ত্বলক বিন ‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন- রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকটে শুনেছি এক রাতে দু’রার বিতর সলাত নেই। - ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [৪২৪]
[৪২৪] তিরমিযী ৪৭০, নাসায়ী ১৬৭৯, আবূ দাঊদ ১৪৩৯