পরিচ্ছেদঃ
রাতে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সলাত আদায়ের পদ্ধতি
বুলুগুল মারাম : ৩৭৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৭৯
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مِنْ كُلِّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ. مُتَّفَقٌ عَلَيْهِمَا
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতের সকল অংশে (অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময়ে) বিতর আদায় করতেন আর (জীবনের) শেষ দিকে সাহ্রীর সময় তিনি বিত্র আদায় করতেন। [৪২০]
[৪২০] বুখারী ৯৯৬, মুসলিম ৭৪৫, তিরমিযী ৪৫৬, ১৬৮১ আবূ দাঊদ ১৪৩৫, ইবনু মাজাহ ১১৮৫, আহমাদ ২৪৪৫৩, দারেমী ১৫৮৭