পরিচ্ছেদঃ
সূরা আন্-নাজম এর সাজদাহ এর বিধান
বুলুগুল মারাম : ৩৪১
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৪১
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - سَجَدَ بِالنَّجْمِ. رَوَاهُ الْبُخَارِيُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরা “আন্-নাজম”-এর সাজদাহ করেছিলেন। [৩৮২]
[৩৮২] বুখারী ১০৭১, ৪৮৬২, তিরমিযী ৫৭৫।