পরিচ্ছেদ ২৬.
মহিলাদের ঋতুস্রাব ধৌত করার পর (কাপড়ে) এর চিহ্ন মার্জনীয়
বুলুগুল মারাম : ৩১
বুলুগুল মারামহাদিস নম্বর ৩১
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَتْ خَوْلَةُ: يَا رَسُولَ اللَّهِ، فَإِنْ لَمْ يَذْهَبِ الدَّمُ? قَالَ: «يَكْفِيكِ الْمَاءُ، وَلَا يَضُرُّكِ أَثَرُهُ» أَخْرَجَهُ التِّرْمِذِيُّ، وَسَنَدُهُ ضَعِيفٌ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, খাওয়ালাহ বিনতে ইয়াসার (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলেছেন, ‘হে আল্লাহর রসূল! যদি রক্ত-চিহ্ন দূর না হয়? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘কেবল পানি দিয়ে ধুয়ে ফেলাই যথেষ্ট, রক্তচিহ্ন তোমার কোন ক্ষতি করবে না।’ - তিরমিযী দুর্বল সানাদে বর্ণনা করছেন। [৪১]
[৪১] ইবনু হাজার যইফ বলেছেন। আবূ দাঊদ(১/৩৬৫) আহমাদ সহিহ সনদে (৮৫৪৯) হাদীসটি বর্ণনা করেন। আলবানী একে সহিহ বলেছেন।