পরিচ্ছেদ ৬২.
সলাতে কোমরে হাত দেয়া নিষেধ
বুলুগুল মারাম : ২৩৯
বুলুগুল মারামহাদিস নম্বর ২৩৯
وَفِي الْبُخَارِيِّ عَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا- أَنَّ ذَلِكَ فِعْلُ الْيَهُودِ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
মুখতাসির বা কোমরে হাত রাখা অবস্থায় সলাতে দাঁড়ান’ হচ্ছে ইয়াহূদ জাতির কাজ। [২৭৪]
[২৭৪] মারফূ‘ হিসেবে সহীহ। বুখারী ৩৪৫৮ হাদীসটিকে মাসরূক সূত্রে আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি কোন মুসল্লীর সলাতরত অবস্থায় কোমরে হাত রাখাকে অপছন্দ করতেন। তিনি বলেন, ইহুদীরা এরকম করে থাকে।