পরিচ্ছেদ ৫৯.
মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারীর সাথে কেমন আচরণ করা হবে
বুলুগুল মারাম : ২৩৫
বুলুগুল মারামহাদিস নম্বর ২৩৫
وَفِي رِوَايَةٍ: «فَإِنَّ مَعَهُ الْقَرِينَ»
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
ভিন্ন এক বর্ণনায় রয়েছে, ‘ঐ ব্যক্তির সঙ্গে শয়তান তার সাথী রয়েছে।’ [২৭০]
[২৭০] মুসলিমে (৫০৬) ইবনু উমার হতে বর্ণিত। আল্লামা সনয়ানী সুবুলুস সালামে ভুলক্রমে এ হাদীসটিকে আবূ হুরাইরা হতে বর্ণিত বলে উল্লেখ করেছেন।