পরিচ্ছেদ ১৯.
রূপার রিং বা আংটা দিয়ে পাত্রের মেরামত বৈধ
বুলুগুল মারাম : ২৩
বুলুগুল মারামহাদিস নম্বর ২৩
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - أَنَّ قَدَحَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - انْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর একটি পান পাত্র ফেটে গেলে তিনি ফাটা স্থান রূপোর তার পেচিয়ে বেঁধে দেন। [৩২]
[৩২] বুখারী (৩১০৯)