পরিচ্ছেদ ২১.
মুয়াজ্জিন উচ্চকণ্ঠের অধিকারী হওয়া মুস্তাহাব
বুলুগুল মারাম : ১৮৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১৮৩
وَعَنْ أَبِي مَحْذُورَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - أَعْجَبَهُ صَوْتُهُ, فَعَلَّمَهُ الْأَذَانَ. رَوَاهُ ابْنُ خُزَيْمَةَ
আবূ মাহ্যূয়ার (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর কণ্ঠস্বর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট পছন্দনীয় হওয়ায় তিনি তাঁকে আযন শিখিয়ে দেন। [২১৬]
[২১৬] ইবনু খুযাইমাহ ৩৭৭