পরিচ্ছেদ ১৫.
রৌপ্যের পাত্রে পান করা অবৈধ
বুলুগুল মারাম : ১৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১৭
وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ الْلَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ الْلَّهِ - صلى الله عليه وسلم -: «الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ» مُتَّفَقٌ عَلَيْهِ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি রূপার পাত্রে পান করে সে যেন তার পেটে জাহান্নামের আগুনই ঢক্ ঢক্ করে ভরে নেয়।”
[২৫] বুখারী (৫৬৩৪); মুসলিম (৭২০৬৫)