পরিচ্ছেদ ০৭.
কিভাবে নিদিষ্ট ওয়াক্তের সলাত পাওয়া যায়?
বুলুগুল মারাম : ১৬২
বুলুগুল মারামহাদিস নম্বর ১৬২
وَلِمُسْلِمٍ عَنْ عَائِشَةَ نَحْوهُ, وَقَالَ: «سَجْدَةً» بَدَلَ «رَكْعَةً». ثُمَّ قَالَ:«وَالسَّجْدَةُ إِنَّمَا هِيَ الرَّكْعَةُ»
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
অনুরূপ কথা উল্লেখ রয়েছে। তাতে রাক‘আতের পরিবর্তে সাজদাহ শব্দ রয়েছে এবং পরে তিনি বলেন, এখানে সাজদাহর অর্থ রাক‘আত হবে। [১৮৮]
[১৮৮] মুসলিম ৬০৯; মুসলিমের সব্দসমুহ হচ্ছেঃ (আরবী) যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের সলাতের একটি সিজদাহ পেল সে আসরের সলাত পেয়ে গেল। আর যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে ফযরের সলাতের এক সিজদা পেল সে ফযরের সলাত পেয়ে গেল। এখানে সিজদাহ হতে রাকয়াত উদ্দেশ্য।