অধ্যায় (৬) :
আল্লাহর যিক্র ও দু‘আ
বুলুগুল মারাম : ১৫৫৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৫৯
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ» رَوَاهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
। তিনি বলেন, রাসূলুল্লাহ (র:) এ দু'আ বলতেন: আল্লা-হুম্মা ইনী আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি অগালাবাতিল আদুউবি অশামা-তাতিল আদা-'। অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ঋণ ও শত্রুর কবল এবং দুশমন-হাসি থেকে রক্ষা চাচ্ছি। [১৬৬৭]
[১৬৬৭] নাসায়ী ৫৪৭৫, আহমাদ ৬৫৮১।