অধ্যায় (৬) :
আল্লাহর যিক্র ও দু‘আ
বুলুগুল মারাম : ১৫৫৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৫৪
حَدِيثُ ابْنِ عَبَّاسٍ عِنْدَ أَبِي دَاوُدَ، وَمَجْمُوعُهَا يَقْتَضِي أَنَّهُ حَدِيثٌ حَسَنٌ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
হাদীসটি আবু দাউদে রয়েছে। ঐগুলোর সনদের সমষ্টির অবস্থা দেখে বলা যায় হাদীসটি হাসান। [১৬৬২]
[১৬৬২] পূর্বের হাদীসের ন্যায় এটিও মুনকার। ইলাল আবু হাতিম ২য় খণ্ড ৩৫১ পৃষ্ঠা।