অধ্যায়ঃ (৫) :
উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান
বুলুগুল মারাম : ১৫৩৫
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৩৫
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ» أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: এক মু’মিন অন্য মু’মিন ভাই-এর জন্য আয়না তুল্য (দোষের কথা তাকে ধরিয়ে দেবে কিন্তু অন্যের কাছে তা গোপন রাখবে)। [১৬৪৩]
[১৬৪৩] আবূ দাঊদ ৪৯১৮, তিরমিযী ১৯২৯।