পরিচ্ছেদ ১১৮.
ঋতুমতী মহিলার বায়তুল্লাহ শরীফ তাওয়াফ নিষেধ
বুলুগুল মারাম : ১৪৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৪৮
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمَّا جِئْنَا سَرِفَ حِضْتُ، فَقَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم -: «افْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ، غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي» مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমরা হজ্জ ব্রত পালন করার উদ্দেশ্যে যখন সারিফা নামক স্থানে গিয়ে পৌঁছলাম তখন আমার ঋতুস্রাব শুরু হলো।’ নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, ‘পবিত্র না হওয়া পর্যন্ত কা’বা তাওয়াফ্ ব্যতীত হাজীরা যা যা করে তুমিও তাই কর।’ এটি দীর্ঘ একটি হাদীসের খন্ডাংশ। [১৭৪]
[১৭৪] বুখারী ৩০৫; মুসলিম ১২০, ১২১১