পরিচ্ছেদ ১১৪.
(ইস্তিহাযার রক্ত) মেটে ও হলদে রং হলে তার বিধান
বুলুগুল মারাম : ১৪৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১৪৩
وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كُنَّا لَا نَعُدُّ الْكُدْرَةَ وَالصُّفْرَةَ بَعْدَ الطُّهْرِ شَيْئًا. رَوَاهُ الْبُخَارِيُّ، وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ
উম্মু আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমরা হায়িযের পর হলদে ও মেটে রঙের রক্তকে কিছুই মনে করতাম না।’ এ শব্দ বিন্যাস আবূ দাঊদের। [১৬৯]
[১৬৯] হাদীসটি মাওকূফ । বুখারী ৩২৬; আবূ দাঊদ ৩০৭