পরিচ্ছেদ ০১.
দাস-দাসী আযাদ করার ফযীলাত প্রসঙ্গে
বুলুগুল মারাম : ১৪১৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১৪১৯
وَلِلتِّرْمِذِيِّ وَصَحَّحَهُ; عَنْ أَبِي أُمَامَةَ: «وَأَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأَتَيْنِ مُسْلِمَتَيْنِ، كَانَتَا فِكَاكَهُ مِنَ النَّارِ»
আবূ উমামা (রাঃ) হতে বর্ণিতঃ
যে মুসলিম দু’জন মুসলিম মহিলাকে দাসত্ব থেকে মুক্তি দান করবে ঐ দু’জন মহিলার মুক্তির বিনিময়ে জাহান্নামের আগুন হতে তার মুক্তি লাভ হবে। ইমাম তিরমিয়ী হাদীসটিকে সহীহ বলেছেন। [১৫২৮]
[১৫২৭] তিরমিযী ১৫৪৭।