পরিচ্ছেদ ২০.
শপথ ও সাক্ষ্য গ্রহন দ্বারা বিচার করার বৈধতা
বুলুগুল মারাম : ১৪০৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১৪০৬
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَضَى بِيَمِينٍ وَشَاهِدٍ. أَخْرَجَهُ مُسْلِمٌ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَقَالَ: إِسْنَادٌ جَيِّدٌ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শপথ ও সাক্ষ্য গ্রহন দ্বারা বিচার করেছেন। [১৫১৪]
[১৫১৪] মুসলিম ১৯৭২, আবু দাউদ ৩৬০৮, ইবনু মাজাহ ২৩৭০, আহমাদ ২২৮৫, ২৮৮১, ২৯৬১। ইমাম নাসাঈ এর সানাদকে উত্তম বলেছেন।