পরিচ্ছেদ ০৮.
ন্যায্য অধিকার আদায়ে দুর্বলকে সহায়তা করা
বুলুগুল মারাম : ১৩৯৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৯৩
وَآخَرُ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ عِنْدَ ابْنِ مَاجَه
আবূ সাঈদ হতে বর্ণিতঃ
ইবনু মাজায় অনুরূপ একটি সমর্থক হাদীস রয়েছে। [১৫০১]
[১৫০১] বুখারী ৮০৯, ৮১০, ৮১২, মুসলিম ৪৯০, তিরমিযী ২৭৩, নাসায়ী ১০৯৩, ১০৯৬, আবূ দাউদ ৮৮৯, ৮৯০, আহমাদ ২৫২৩, ২৯৭৬, দারেমী ১৩১৮, ১৩১৯।